পদোন্নতি পেলেন ৩৭৮ চিকিৎসক

পদোন্নতি পেলেন ৩৭৮ চিকিৎসক

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের চারটি বিষয়ের আরো ৩৭৮ জন ‘মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ নিয়ে গত তিন মাসে মোট ১ হাজার ৩২৮ জন মেডিক্যাল অফিসারকে জুনিয়র কনসালট্যান্ট (৬ষ্ঠ গ্রেড) হিসেবে পদন্নোতি দেওয়া হলো।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ৩৭৮ চিকিৎসক মেডিকেল অফিসারকে ৪টি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।