পরীমণির মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন

পরীমণির মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন

চিত্র নায়িকা পরীমনির মুক্তির দাবিতে বরিশালের মেহেন্দিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের পাতারহাট বন্দরের উত্তর বাজার এলাকায় পরীমনি ফ্যানক্লাব মেহেন্দিগঞ্জ শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফ্যান ক্লাবের সংগঠক চিত্রশিল্পি লেখক সাইফুল্লাহ নবীন, অজিত বেপারী, রহিম হাওলাদার সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, নায়িকা পরীমনি অসৎ লোকের অপচেস্টার শিকার। পরীমনিকে আটক রাখা হলে চলচ্চিত্র অঙ্গন ধংস হয়ে যাবে। তারা চিত্র নায়িকা পরীমনির মুক্তি দাবি করেন।