পাথরঘাটায় হরিণের চামড়া উদ্বার করেছে কোস্টগার্ড

পাথরঘাটায় হরিণের চামড়া উদ্বার করেছে কোস্টগার্ড


বরগুনার পাথরঘাটার বাদুরতলা এলাকা থেকে মূল্যবান হরিণের চামড়া উদ্বার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সুত্র জানায়, বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের নিয়মিত টহলের সময় রাত আনুমানিক ১২- ৪৫ মিঃ দিকে বাদুরতলা খালের পাড় দিয়ে ব্যাগ হাতে এক ব্যাক্তিকে যেতে দেখে তাকে দাড়ানোর জন্য বলা হলে ব্যাগ ফেলে রেখে লোকটি পালিয়ে যায়।

কোস্টগার্ড ক্যাম্প কমান্ডার মেহেদি হাসান জানান,কোস্টগার্ড সদস্যরা ঐ পথচারীর ফেলে যাওয়া বাজারের ব্যাগ তল্লাশী করে জাম্বুরার নীচেবাজ করা হয় সাড়ে ৪ ফিট দৈর্ঘ্য মাপের ৩টি হরিণের  তাজা চামড়া উদ্বার করে।

আজ সকাল ১০ টায় বনবিভাগের নিকট কোস্টগার্ড হরিণের চামড়া ৩টি হস্তান্তর করেন।