পিটিআইয়ের আনুষ্ঠানিক সংলাপ বাতিল, কিন্তু গোপনে আলোচনা চলমান?

পিটিআইয়ের আনুষ্ঠানিক সংলাপ বাতিল, কিন্তু গোপনে আলোচনা চলমান?

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া বাতিল করেছে। তবে কিছু সূত্রের দাবি, পিটিআই সরকারকে নিয়ে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও পিটিআই এই দাবি অস্বীকার করেছে।

দ্য নিউজের সঙ্গে কথা বলার সময়, পিটিআইয়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র জানায় যে, ইমরান খান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বাতিল করলেও ব্যাকচ্যানেল আলোচনা বন্ধ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে পিটিআইয়ের এক নেতা জানান, "অন্য পক্ষও ব্যাকচ্যানেল আলোচনা বন্ধ করেনি।"

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর যখন এ বিষয়ে জানতে চাওয়া হয়, তখন তিনি ব্যাকচ্যানেল আলোচনা চালানোর বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আগেও এ ধরনের আলোচনা হয়নি এবং এখনো হচ্ছে না।”

তিনি আরও বলেন, পিটিআইয়ের দাবি পূরণে সরকার ব্যর্থ হওয়ায় আনুষ্ঠানিক সংলাপ বন্ধ করা হয়েছে। তিনি বলেন, “যদি সরকার ৯ মে এবং ২৬ নভেম্বরের ঘটনার তদন্তের জন্য একটি বিচারিক কমিশনের পরিবর্তে সংসদীয় কমিটি গঠন করতে চায়, তাহলে এই প্রস্তাব পিটিআইয়ের বিবেচনায় নিয়ে দেওয়া উচিত ছিল।