পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৬ প্রার্থী

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন ৬ প্রার্থী

আসন্ন পিরোজপুর  জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু করেন আওয়ামী লীগের নেতারা। তবে এবারে জেলা পরিষদের চেয়ারম্যান পদে এসেছে  নতুন মুখ।  আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের  সমর্থন পেয়েছেন  পিরোজপুর পৌর আওয়ামী লীগের সদস্য সালমা রহমান হ্যাপী।


বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। যার মধ্যে আওয়ামী লীগের আছেন ৪ জন। তাঁরা হলেন,  পৌর আওয়ামী লীগের সদস্য সালমা রহমান হ্যাপী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ হাসিনা মনি, পিরোজপুর সদর উপজেলার শরিফুজ্জামান শিকদার এবং মঠবাড়িয়া উপজেলার  আমির হোসেন। তাঁরা পিরোজপুর জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

 সালমা রহমান পিরোজপুর জেলার  জাতীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এবং পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের স্ত্রী এবং  ১৯৭১ সালে পিরোজপুরে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী তৎকালীন মহকুমা ছাত্রলীগের সভাপতি শহীদ ওমর ফারুকের বোন। তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন সঙ্গে যোগাযোগ শুরু করেছেন ভোটারদের সাথে। 


অপরদিকে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মহিউদ্দিন মহারাজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,  জেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও প্রশাসক। তাকে ভোট প্রদানের সদিচ্ছা পোষণ করে পিরোজপুর জেলার ৭৪৭ জন ভোটারের মধ্যে ৭০৪ ভোটার স্বাক্ষর দিয়েছেন। ফলে ভোটারদের সমর্থনে এগিয়ে আছেন মহিউদ্দিন মহারাজ। 

উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথম জেলা পরিষদের ভোট হয়। সে সময়ে  মাত্র ৪০ বছর বয়সে তরুণ প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মহিউদ্দিন মহারাজ। তিনি  বাংলাদেশ জেলা পরিষদ ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে গত জেলা পরিষদ নির্বাচনে 
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য  এ কে এম এ আউয়াল  মহিউদ্দিন মহারাজের পক্ষে থাকলেও এবারে  আছেন ছোট ভাইয়ের স্ত্রী সালমা আক্তারে পক্ষে।


এছাড়াও মনোনয়ন পত্র জমা দেওয়া ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ হাসিনা মনি রাজনীতিতে ততটা সুপরিচিত নন।এছাড়াও বাকি যে দুই জন মনোনয়ন  জমা দিয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। 


 জেলা নির্বাচন অফিসার মো: জিয়াউর রহমান  খলিফা জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ  সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত  নারী  সদস্য পদে ১৩  জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই করা হবে এবং ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। 
সংশোধিত আইন অনুসারে  এবার জেলা পরিষদের একজন চেয়ারম্যান, সাত উপজেলায় সাতজন সাধারণ সদস্য ও তিনজন নারী সদস্য নির্বাচিত হবেন। 

চলতি বছর পিরোজপুর জেলা পরিষদের মোট ভোটার ৭৪৭ জন। যাঁর মধ্যে পুরুষ ভোটার ৫৬৯ জন এবং নারী ভোটার ১৭৮ জন। সাতটি  উপজেলার ৭ টি  কেন্দ্রের  ১৪ টি ভোট কক্ষে আগামী ১৭ ই অক্টোবর ইভিএমে ভোট দিবেন ভোটাররা।