পুতিন একজন সন্ত্রাসী: ইউক্রেন

পুতিন একজন সন্ত্রাসী: ইউক্রেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। সোমবার রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর টুইটারে প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, পুতিন একজন সন্ত্রাসী যার ভাষা হলো ক্ষেপণাস্ত্র। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

দিমিত্রো কুলেবা লিখেছেন, ইউক্রেনজুড়ে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পুতিনের একমাত্র কৌশল হলো শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরে ত্রাস ছড়ানো। কিন্তু তিনি ইউক্রেনকে গুড়িয়ে দিতে পারবেন না।

তিনি আরও লিখেছেন, যারা পুতিনের সঙ্গে শান্তির আলোচনা করতে চায় তাদের প্রতি এটি তার বার্তাও। পুতিন একজন সন্ত্রাসী যার ভাষা হলো ক্ষেপণাস্ত্র।

ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো অভিযোগ করেছেন, সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরের ঐতিহাসিক শেভেশেনকো এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী। এই এলাকাটিতে বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে। এছাড়া সেখানে বহু সরকারি দফতর রয়েছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার দাবি করেছেন, রাশিয়ার ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।