পুলিশ কর্মকর্তার শাস্তি দাবিতে আইনজীবীদের মানববন্ধন

বরিশালে পুলিশী হেফাজতে শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম হত্যার প্রতিবাদ এবং দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেছে আইনজীবীরা। প্রতিবাদে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা আইনজীবী সমিতির শিক্ষানবীশ আইনজীবীদের আয়োজনে নগরীর ফজলুল হক অ্যাভিনিয় সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত শনিবার দিবাগত মধ্য রাতে বরিশাল শের-ই-বংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করিম রেজার মৃত্যু হয়েছে। এর আগে গত বৃহষ্পতিবার রাতে রেজাউল করিমকে বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি সংলগ্ন সাগরদী হামিদ খান সড়কের একটি চায়ের দোকান থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। অভিযোগ উঠেছে বৃহষ্পতিবার রাতে পুলিশী হেফাজতে ব্যাপক নির্যাতন চালানো হয় রেজাউলের ওপর। শুক্রবার রাতেই কারা হাসপাতালে ভর্তি করা হয় রেজাউলকে। অবস্থার অবনতি হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রেজাউল।
সোমবার শিক্ষানবীশ আইনজীবী পারভেজ বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন মন্টু, আবুল কালাম আজাদ, মিলন ভূইয়া, সাকলাইন মোস্তাক, হুমাউন কবির মাসুদসহ অন্যরা।
কর্মসূচি থেকে রেজাউল করিম হত্যার সুষ্ট তদন্ত করার মাধ্যমে অভিযুক্ত (ডিবি) পুলিশ কর্মকর্তার বিচারের দাবি করে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন আনইজীবী সমিতির অন্য সদস্যরা।
মানববন্ধনে আইনজীবী সদস্যরা অভিযোগ করে বলেন রেজাউলকে বাসার সামনের একটি চায়ের দোকানের সামনে থেকে ধরে নিয়ে পরবর্তীতে নির্মমভাবে টর্চার করে গোয়েন্দা পুলিশ। পরে দুইটি মিথ্যা মামলার নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। আইনজীবীরা শিক্ষানবীশ রেজার হত্যার সুষ্ট তদন্ত না পেলে কঠোর আন্দোলন করতে বাধ্য হব। এব্য্যাপারে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা সুষ্ট ও সঠিক তদন্ত করে হত্যার রহস্য প্রকাশ করবে।
অন্যদিকে গত শনিবার রাতে নিহত রেজাউল করিমের লাশ নিয়ে এলাকাবাসী বিক্ষোভ করেছে। তারা দোষী পুলিশের শাস্তি দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।