পুলিশ সদস্যের বাড়িতে চুরি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজু আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় বাড়িতে থাকা স্বর্ণ অলংকার, নদগ ৬০ হাজার টাকা ও আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
রাজু আহমেদ শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি বর্তমানে বগুড়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত।
পুলিশ সদস্য রাজু আহমেদের মা মোসা. রহিমা বেগম বলেন, আমার ছেলে পুলিশের চাকরি করে। সেই সুবাদে বগুড়ায় থাকে। ছেলে অসুস্থ শুনে গত বৃহস্পতিবার বগুড়ায় গিয়েছিলাম। আজ ভোরে খবর পেলাম আমার বাড়িতে চুরি হয়েছে। এসে দেখি তালা কেটে বাড়ির সব আসবাবপত্র নগদ ৬০ হাজার টাকা স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোর। আমার জমানো শেষ সম্বল আর রইল না।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাড়িতে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের চাচাতো ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।