পেয়ারার রাজ্যে বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব

এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে তিন জেলা ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায়। জেলা সমূহের ২৬ গ্রামের প্রায় ৩১ হাজার একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান। বরিশালের বানারিপাড়া উপজেলাও পেয়ারা চাষের জন্য বিখ্যাত৷
বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এর ভ্রমন পিপাসু উদ্যোক্তাদের নিয়ে এই ভাসমান পেয়ারা বাগান ভ্রমন করতেই দিনব্যাপী ভ্রমণের আয়োজন করা হয়েছে। ভ্রমণে উপস্থিত ছিলো গ্রুপের অর্ধ শতাধিক উদ্যোক্তারা।
শুক্রবার ২০ আগস্ট সকাল ৮ টায় যাত্রা শুরু করা হয় পেয়ারা বাগানের উদ্যেশে। আটঘর কুরিয়ানা পৌঁছে নাস্তা সেরে ভাসমান পেয়ারা বাগানের পথে রওনা। ছোট ছোট খালের ভিতর দিয়ে পৌঁছে গেলাম ভাসমান পেয়ারার বাজারে। সেটা পরিদর্শন করে আমরা রওনা হলাম জমিদার বাড়ির দিকে। পুরনো জমিদার বাড়ি ঘুরে দেখে সেখান থেকে আবার কুরিয়ানা ফিরে নামাজ পরে দুপুরের খাওয়া সেরে আবারও রওনা দিলাম পার্কের পথে। পার্কে গিয়ে পেয়ারার বাগান ঘুরে দেখল সবাই। সেখান থেকে আসার পরে অনুষ্ঠিত হলো লটারী। লটারীতে ছিলো মজার মজার সব উপহার।
সব শেষে আবার আটঘর ফিরে গাড়িতে বরিশাল আসে পেয়ারা বাগান ভ্রমন যাত্রার সমাপ্তি হলো।