প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত্র পেল আমতলী পৌরসভার ৫ শতাধিক অসহায় মানুষ

বরগুনার আমতলী পৌরসভায় বসবাসরত অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনা'র দেয়া কম্বল বিতরণ করা হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমতলী পৌরসভায় বসবাসরত অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের জন্য ৫ শতাধিক কম্বল বরাদ্দ দিয়েছেন।
আজ (শুক্রবার) বেলা ১১টায় আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান পৌরসভা প্রাঙ্গণে ওই কম্বলগুলো বিতরণ করেন।
কম্বল বিতরণে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর, নারী কাউন্সিলর লিপি বেগম ও ফরিদা ইয়াসমিন প্রমুখ।
কম্বল পেয়ে ৮০ বছরের বৃদ্ধা আয়শা বেগম আবেগতারিত হয়ে বলেন, "শেখের বেটি হাসিনার লইগ্যা দোয়া হরি, এই শীতে মোরে একখান কম্বল দেছে। এ্যাহন আর শীতের কষ্ট করতে অইবে না"।
আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পৌরসভায় বসবাসরত অসহায়, হতদরিদ্র ও শীতার্ত মানুষের শীত কষ্ট দূর করতে ৫ শতাধিক কম্বল বরাদ্দ দিয়েছেন। ওই কম্বলগুলো শীতার্তদের মাঝে বিতরণ করেছি।