প্রো-ভিসির পদত্যাগের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের আলটিমেটাম প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগের দাবিতে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাহার করেছেন ৭ কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে শিক্ষার্থীদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রো-ভিসির পদত্যাগের দাবির বিষয়টি বিবেচনা করবে। তাই আমরা আমাদের আলটিমেটাম প্রত্যাহার করছি।”
এতে শিক্ষার্থীরা তাদের আন্দোলনের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেও দাবি আদায়ের বিষয়ে আশাবাদী বলে জানান।