ফটো সাংবাদিক ফারুক লিটু হাসপাতালে

ফটো সাংবাদিক ফারুক লিটু হাসপাতালে

দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ফারুক লিটু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার ৩ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালন করতে বরিশাল নগরীর বাজার রোড এলাকায় অগ্নিকান্ডের ঘটনার ছবি সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পরেন।

এসময় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

ইত্তেফাক বরিশাল প্রধান শাহিন হাফিজ জানান, ফারুক লিটুর হার্টঅ্যাটাক হয়েছে তাকে শেবাচিম এ নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষনে রেখেছেন চিকিৎসকরা।ফারুক লিটু ইত্তেফাকের বরিশাল অফিসের ফটো সাংবাদিক ।