বই কিনে কবি-সাহিত্যিকদের বাঁচিয়ে রাখার আহ্বান

নতুন প্রজন্ম অনলাইন গেমস আর সামাজিক নানা যোগাযোগ মাধ্যমে ব্যস্ত। তাদের চোখ আটকে থাকে মোবাইল ফোনের পর্দায়। তারা বই কিনতে চায়না। বই বিক্রি কমে যাওয়ায় লেখক, কবি ও সাহিত্যিকদের আর্থিক অনটন চলছে। নতুন প্রজন্ম সহ সকলকে বই কিনতে উদ্বুদ্ধ করার পাশাপাশি রুটি-রুজির নিশ্চয়তার দাবীতে বরিশালে নিজের কুশপুত্তলিকা নিজে দাহ করে ব্যতিক্রমী কর্মসূচী পালন করেছেন অংকন শিল্পি ও লেখক সাইফুল্লাহ নবীন।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে নিজে প্লাকার্ড হাতে নিয়ে এবং প্রতীকি লেখকের গলায় প্লাকার্ড ঝুলিয়ে দিয়ে কবি সাহিত্যিকদের দুরবস্থার কথা তুলে ধরেন তিনি। এ সময় তিনি নতুন প্রজন্মকে পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞানমূলক বিভিন্ন বই কিনে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়া বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর তার লেখা কিছু বই কিনে আর্থিক সাহায্য করার জন্য সিটি মেয়র সাদিক আবদুল্লাহর প্রতি আহ্বান জানান তিনি। জ্ঞান বিকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চেয়েছেন চিত্র শিল্পি ও লেখক নবীন।
পরে মনের রাগ ও ক্ষোভে নিজের কুশপুত্তলিকা নিজেই দাহ করেন সাইফুল্লাহ নবীন। এ সময় সেখানে কৌতুহলী মানুষ ভীর করেন।
তার একটি মেয়ে ঢাকা বিশ্বাববিদ্যালয়ের ¯œাতক সন্মান তৃতীয় বর্ষের ছাত্রী। এক ছেলে মাধ্যমিক পর্যায়ের ছাত্র। বরিশালের মেহেন্দিগঞ্জের বাসিন্দ নবীনের এ পর্যন্ত ৫২টি গ্রস্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই ১০টি, ২৩টি শিশুতোষ ও ১৫টি উপন্যাস এবং ছবি আঁকার বই প্রকাশিত হয়েছে ৪টি।