বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করেছে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করেছে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনের জাতির পিতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।

পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি আরিফিন তুষারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ অ্যাসোশিয়েসন অব বরিশাল’র (এনডিবিএ) সাধারন সম্পাদক আকতার ফারুক শাহীন, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন,

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক রুবেল খান, প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন, দৈনিক খবরপত্রের ব্যুরো প্রধান শামীম আহমেদ, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সহ-সভাপতি হুমায়ন কবির রোকন, এম কে রানা, সাধারন সম্পাদক রিপন হাওলাদার,

যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম ফিরোজ, আরিফ হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুরাদ, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ, ক্রীড়া সম্পাদক তন্ময় তপু, দৈনিক বাংলাদেশের আলোর ব্যুরো প্রধান এইচ আর হীরা, সদস্য সাকিবুল হৃদয় প্রমুখ।