বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার বিসিসির সৌন্দর্যবর্ধন

বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার বিসিসির সৌন্দর্যবর্ধন

 

১৯৭৩ সালের বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনারে নতুন অবয়ব দেয়া হয়েছে।

 শনিবার ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠানের মাধ্যমে শহীদ মিনার সংস্কার কাজের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। 

সংস্কার ও উন্নয়নের মাধ্যমে কেন্দ্রিয় শহীদ মিনারের বিবর্ণ চেহারা পাল্টে দিয়েছে সিটি করপোরেশন।ঐতিহাসিক শহীদ মিনার সংস্কার কাজের উদ্বোধনীতে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ । 

এসময় রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রো পুলিশ কমিশানার মো. সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক মো. জাহাঙ্গির হোসেন সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই শহীদ মিনারটি এতদিন অবহেলিত ছিলো। তার উদ্বোধনী ফলকটিও ছিলো লোকচক্ষুর আড়ালে। বাংলাদেশের একমাত্র শহীদমিনার বঙ্গবন্ধু ভিত্তিপ্রস্থতর করেছেন। এই অবহেলিত শহীদ মিনারটি উন্নয়ন করা সময়ের দাবি ছিলো। 

বিসিসি’র প্রকৌশলী শাখা জানান, কেন্দ্রিয় শহীদ মিনার সংস্কার, চত্ত্বর উন্নয়ন ও সৌন্দর্য বর্ধন কাজের আওতায় মূল বেদীতে টেন হোল ব্রিকস্ এবং চত্ত্বরে আরসিসি ঢালাইয়ের উপর টেন হোল ব্রিকস দিয়ে সু-সজ্জিত করা হয়েছে। বেদীতে প্রবেশের জন্য আরসিসি রাস্তা, বেদীর পেছনে গ্রীন রুম, পুরুষ ও নারীদের পৃথক ওয়াশরুম, ঘোষনা মঞ্চ, গ্রীল সহ সিমানা প্রাচীর, প্রবেশ ও প্রস্থানের দুটি গেট, সৌন্দর্য বর্ধনের বৈদ্যুতিক বাতি, এবং আকর্ষনীয় নানা গাছ সহ ফুলগাছ লাগানো হয়েছে। বেদীর পেছনে সবুজের উপর রক্তিম সূর্য্যের প্রতিচ্ছবি উজ্জল করা হয়েছে। রয়েছে কার পার্কিংও।