বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাতের শ্রদ্ধা

 


গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের খোকন সেরবিয়াবাত।

রবিবার ১৬ এপ্রিল সকাল ১১টায় তিনিসহ বরিশাল সিটির ১০ জন কাউন্সিলর ও তাদের অনুসারীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সুরা ফাতেহা পাঠসহ কবর জিয়ারত করেন তারা। এ সময় খোকন সেরনিয়বাতের খালাতো ভাই বাগেরহাটের এমপি শেখ হেলাল এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বঙ্গবন্ধুর ভাগ্নে তথা বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ’র চাচা খোকন সেরনিয়াবাতকে বরিশাল সিটির মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। এবার দ্বিতীয় দফায় মনোনয়ন চেয়ে ব্যর্থ হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ।