বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জোয়াদ, ২ নম্বর হুঁশিয়ারি

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় জোয়াদ, ২ নম্বর হুঁশিয়ারি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণতের পর এবার উত্তর-পশ্চিমে সরে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এজন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

জানা যায়, বঙ্গোপসাগরে অবস্থানরত ঝড়ের নাম দেওয়া হয়েছে জোয়াদ। এ নাম প্রস্তাব করেছিল সৌদি আরব।

ভারতের আবহাওয়া অফিস বলছে, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে আরও শক্তিশালী হয়ে শনিবার তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ পেতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড়টির গতি হতে পারে ঘণ্টায় ৮৯ কিলোমিটার থেকে ১১৭ কিলোমিটার। তবে নিশ্চিত হওয়া যায়নি- ঘূর্ণিঝড়টি কি ভারতের পূর্ব উপূকল ঘেঁষে বেরিয়ে যাবে নাকি ওড়িশা উপকূলে আছড়ে পড়বে।

জানা যায়, ঘূর্ণিঝড়টির প্রভাবে ওই অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে ক্ষয়ক্ষতিও।

এদিকে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রাতে আর আগামীকাল খুলনা-বরিশাল অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

এ ব্যাপারে বাংলাদেশের আবহাওয়াবিদরা বলছেন,ঘূর্ণিঝড় জোয়াদ শেষ পর্যন্ত কোন এলাকা দিয়ে উপকূল অতিক্রম করবে, তার ওপরই নির্ভর করবে বাংলাদেশে এর কতটা প্রভাব পড়বে।