ববিকে সামনের সারির বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়াই হবে আমার ব্রত- ড. বদরুজ্জামান

ববিকে সামনের সারির বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়াই হবে আমার ব্রত- ড. বদরুজ্জামান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবনিযুক্ত ট্রেজারার হিসেবে যোগদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। 

মঙ্গলবার (১৯শে এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় তিনি যোগদান করেন। প্রায় আড়াই বছর ট্রেজারার পদ শূন্য থাকার পর তাকে নিয়োগ দেওয়া হলো। সর্বশেষ ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ পূর্ণ করা তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হলেন তিনি।
যোগদানকালে ফুল দিয়ে তাকে স্বাগত জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া সকলের উদ্দেশ্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব থাকায় সবক্ষেত্রেই আমার বিচরণ ছিলো। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সবকিছু ছেড়ে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে যোগদান করেছি। আমার একটাই ব্রত হবে  ভাইস চ্যান্সেলর ও সকলের সহযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়া।

যোগদান করার পর তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় দফা সম্বলিত বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, প্রক্টর, হলসমূহের প্রাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাছাড়া অধ্যাপক ড. বদরুজ্জামান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 



-