বরগুনায় বাংলা ইশারা ও ভাষা দিবস পালিত

বরগুনায় বাংলা ইশারা ও ভাষা দিবস পালিত


বরগুনা জেলা সমাজসেবা ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্দোগে আজ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বাংলা ইশারা ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জয় মিস্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, হাবিবুর রহমান,বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক, জালাল উদ্দীন। 

আলোচনায় অংশ গ্রহন করেন, নির্বাহী মেজিস্টেট মেহেদী হাসান,সাংবাদিক মোঃ হাসানুর রহমান ঝন্টু, প্রমূখ।

এ সময় জেলা প্রশাসক উপস্হিত বাক ও শ্রবনপ্রতিবন্ধীদের অভিবাকদের উদ্দেশ্যে বলেন,আজকের এই আয়োজনের উদ্দেশ্যে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, সরকার,প্রশাসন আপনাদের পাশে আছে। 

শুধু দিবসের মধ্য আমরা আপনাদেরকে সীমাবদ্ধ রাখতে চাইনা,সমাজের মূলধারার সাথে প্রতিবন্ধীদের সম্পৃত্ত করতে চাই।পরিবারের সদস্যরা কোন ধরনের অবহেলা যাতে প্রতিবন্ধীদের না করে এ ব্যাপারে আন্তরিক হবার আহবান জানান জেলা প্রশাসক। বরগুনার বামনা উপজেলার বামনা বুদ্বি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীর মধ্য জেলা প্রশাসক হিয়ারিং এইড বিতরন করেন।