বরগুনায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা

বরগুনায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা

বরগুনায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন জাগোনারী’র সেইফ স্পেস প্রকল্পের তালতলী উপজেলায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত প্রতিবেদনের ওপর অংশগ্রহণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জাগোনারী প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে পাঠশালায় নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি আ. রব ফকির সভাপতিত্ব করেন।

অনুষ্ঠিত সভায় আইনজীবী, পুলিশ বিভাগ, উন্নয়ন সংগঠন, গণমাধ্যমকর্মী, নারী নেত্রী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সেইফ স্পেস প্রকল্পের উপস্থাপনায় উল্লেখ করা হয়, এই প্রকল্পের আওতায় তালতলী উপজেলার ৩টি ইউনিয়নে ১২০টি দল নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।

আলোচনায় অংশগ্রহণ করেন তালতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান, লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, মাওলানা আলতাব হোসেন, সাংবাদিক জাফর হাওলাদার, নারী নেত্রী মেরী মোস্তফা, অ্যাডভোকেট রন্জুয়ারা সেপু, পুলিশ ইন্সপেক্টর ভিকটিম সাপোর্ট সেন্টার কামাল হোসেন, জাহাঙ্গীর মৃধা, মান্না আজাদ, অলিউল্লাহ এমরান, জাগোনারী’র পরিচালক-যোগাযোগ ডিউক ইবনে আমিন ও প্রকল্প সমন্বয়কারী রাবেয়া মুন্নী প্রমুখ।