বরগুনায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরগুনায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরগুনায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। 

মঙ্গলবার সকালে বরগুনা সাংবাদিক ইউনিয়নে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন বরগুনা পুলিশ সুপার আব্দুস সালাম।

পরে আলোচনা সভায় বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি একাত্তর টিভির প্রতিনিধি ইমরান টিটু, সাধারণ সম্পাদক ফসলসহ আরও অন্য অতিথিরা, এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি রফিক, আমাদের অর্থনীতি ও ডেইলী আওয়ার টাইমের জেলা প্রতিনিধি মোঃ সাগর আকন, বাংলাদেশ সময়ের প্রতিনিধি মোঃ রাসেল, নয়াদিগন্তের প্রতিনিধি গোলাম কিবরিয়া,  আবু হাসান, তালুকদার মাসুদ, মাহমুদুল হাসান তাপস, খান নাঈম, শাহিন, মাসুম, নাঈম, সুমন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশন সম্প্রচারের শুরু থেকে মানসম্পন্ন প্রোগ্রাম দর্শকদের উপহার দিয়ে আসছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ১৮ বছরে পা রেখেছে। বর্তমানে যেকয়টা টেলিভিশন সত্য ও সুন্দরের পক্ষে সংবাদ পরিবেশন করে তার মধ্যে বৈশাখী টেলিভিশন অন্যতম। আলোচনা সভা শেষে র‍্যালি অনুষ্ঠিত হয়।