বরগুনা ও পটুয়াখালী মালিক সমিতির দ্বন্দে বাস চলাচল বন্ধ

বরগুনা ও পটুয়াখালী মালিক সমিতির দ্বন্দে বাস চলাচল বন্ধ

 

বুধবার সকাল থেকে বরিশাল-কুয়াকাটা- পটুয়াখালী- আমতলী- তালতলী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পরেছে এই রুটে চলাচলকারী হাজার হাজার বাস যাত্রী। 

খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা ও পটুয়াখালী বাস মালিক সমিতির মধ্যে আনুপাতিক হারে বাস চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছে। এ নিয়ে ২০১৯ সালে বরিশালে এবং ২০২১ সালে ঢাকায় বাস মালিক সমন্বয় পরিষদের সভায় দুই জেলার বাস মালিক সমিতির মধ্যে একটি সমঝোতা হয়। ওই সমঝোতা অনুযায়ী বরিশাল- কুয়াকাটা- পটুয়াখালী- আমতলী- তালতলী রুটে আনুপাতিক হারে দুই জেলার বাস মালিক সমিতি বাস চলাচল পরিচালনা করবেন। বরগুনা বাস মালিক সমিতির অভিযোগ এ পর্যন্ত সঠিক নিয়মে বাস চলাচল করলেও গত ১৮ মে থেকে উল্লেখিত রুটে বাস চলাচলে বাঁধা সৃষ্টি করে পটুয়াখালী বাস মালিক সমিতি। তারা বরগুনা বাস মালিক সমিতির সকল বাস পটুয়াখালী বাসস্টান্ডে আটক করে রাখার অভিযোগ করেন। 

ওই দ্বন্দের জের ধরে আজ বুধবার সকাল থেকে বরগুনা বাস মালিক সমিতির লোকজন এবং শ্রমিকরা বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-তালতলী রুটে চলাচলকারী পটুয়াখালী বাস মালিক সমিতির সকল বাস আমতলী হাসপাতাল সড়কের সামনে আটকে রেখে চলাচল বন্ধ করে দেন। দুই জেলার দ্বন্দের জের ধরে বরিশাল- পটুয়াখালী- কুয়াকাটা- আমতলী ও তালতলী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এই রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রীরা। নিরুপায় হয়ে বাস যাত্রীরা অটো রিকসাসহ বিভিন্ন যানবাহনে তাদের গন্তব্যে যাচ্ছে।

পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা বলেন, বরগুনা বাস মালিক সমিতি বরিশাল-কুয়াকাটা-পটুয়াখালী-আমতলী-তালতলী রুটে রেশিয় অনুযাযী যে পরিমান বাস পাবেন তার চেয়ে বেশী পরিমান বাস নামিয়ে সড়কে পরিচালনা করছেন। বাস আটকের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাদের বাস আটক করিনি। উল্টো তারা আমাদের সকল বাস আটকে রেখেছেন।

বরগুনা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মস্তফা কিসলু বলেন, পটুয়াখালী বাস মালিক সমিতি আমাদের সাথে খামখেয়ালি করে বাস চলাচলে সমস্যা তৈরী করছেন। এক সপ্তাহ ধরে তারা আমাদের সকল বাস আটকে রেখে হয়রানি করছে। 

বরগুনা বাস মালিক সমিতির লাইন সম্পাদ সজল মৃধা বলেন, পটুয়াখালী বাস মালিক সমিতি পূর্বের সমঝোতা অনুযায়ী বাস পরিচালনা না করে আমাদের বাস চলাচলে বাঁধা সৃষ্টি করছেন।

বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান মুঠোফোনে বলেন, পটুয়াখালী এবং বরগুনা বাস মালিক সমতির মধ্যে দ্বন্দ রয়েছে। এ কারনে বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের দুর্ভোগ নিরসনে পটুয়াখালী এবং বরগুনা বাস মালিক সমিতির সাথে আলোচনা করে বাস চলাচলের উদ্যোগ নেওয়া হবে।