বরগুনা জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ

বরগুনা জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশ

জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার আহবায়ক আবদুল হালিম মোল্লার সভাপতিত্বে, সঞ্চালনায় রাশেদ আহম্মেদ বশির সদস্য সচিব। 
জাতির জনক বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণে উগ্র মৌলবাদীদের ধর্মীয়, সামাজিক এবং সম্প্রতি বিনষ্টকারী উষ্কানী ও বিরোধিতার প্রতিবাদে  বরগুনায় বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় বরগুনা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপস্থিত উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোতালেব মৃধা,  বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন, জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল করিম বাবু, শ্রমিক লীগের অন্যতম সদস্য খলিল বিশ্বাস, বরগুনা জেলা সদর, আমতলী, তালতলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি। আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা তাতী লীগের সভাপতি সহ বরগুনাস্থ অনেক শ্রমিক ইউনিয়নের নেতারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুর ও নির্মাণে বিরোধীতার নামে বিএনপি-জামায়েতের মদতপুষ্ট উগ্ৰ মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্ঠা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সাহস হৃদয়ে ধারণ করে এই সকল পাকিস্তানের প্রেতাত্মা মৌলবাদী শক্তিকে পরাভূত করতে হবে।