বরিশালের ঐতিহ্যবাহী মারবেল মেলা বন্ধ

বরিশালের ঐতিহ্যবাহী মারবেল মেলা বন্ধ

বরিশালের দুইশ চল্লিশ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা বন্ধ। পৌষ সংক্রান্তিতে গোসাই নবান্ন উৎসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহারে ওই মারবেল মেলা মিলত। মহামারী করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে গণসমাগম বন্ধের জন্য বৃহস্পতিবার এবছর মেলা বন্ধ ঘোষণা করেছেন আয়োজকরা। 

মেলা বন্ধ হলেও প্রতি বছরের মতো এবছরও সোনাই চাঁদের প্রতিষ্ঠিত মন্দিরে বৈষ্ণব সেবা এবং হরিনাম সংকীর্ত্তন শেষে গোসাই নবান্ন উৎসব পালিত হচ্ছে। 

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) শিশু বিশেষজ্ঞ ডা. বিধান চন্দ্র (বিসি) বিশ্বাস ও মেলার উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় জানান, পৌষ সংক্রান্তিতে গোসাই নবান্ন ও মেলার আয়োজন করা হলেও এবছর করোনা মোকাবেলার কারণে গণমানুষের ভীড় এড়াতে বৃহস্পতিবারের মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য ধর্মিয় আচার-অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে প্রতিপালন করা হবে।