বরিশালের বিসিক থেকে রড চুরির দায়ে গ্রেপ্তার ২

বরিশালের বিসিক থেকে রড চুরির দায়ে গ্রেপ্তার ২

বরিশালের বিসিক শিল্প নগরীর বাউন্ডারির দেয়াল নির্মাণ কাজে ব্যবহৃত প্রায় ১’শ কেজি রড চুরির দায়ে ২ জনকে গন ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

রবিবার (২৩ মে) সকালে নগরীর মতাশার বাজার বিসিক এলাকায় এ ঘাটনা ঘটেছে।  বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. কিরণ হোসেন।

গেপ্তারকৃতরা হলো- ওই এলাকার বাসিন্দা মো. আহাত এবং মেহিদ হাসান।

স্থানীয়রা জানান, বিসিক শিল্প নগরীর উন্নয়ন প্রকল্পের আওয়াতায় বিসিকের বাউন্ডারির দেয়ালের র্নিমাণ কাজে ব্যবহৃত প্রায় ১০০ কেজি রড রবিবার ফজরের আজানের সময়ে চুরি করে নিয়ে যেতে দেখা যায়। এসময় মো. আহাত এবং মেহিদ হাসান নামে দুইজনকে ধরে সকালে কাউনিয়া থানার পুলিশের কাছে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. কিরণ হোসেন জানান, স্থানীয় বাসিন্দার রড চুরির দায়ে দুই জনকে পুলিশের হাতে দিয়েছে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।