বরিশালে অটো রিকশা উল্টে নারীর মৃত্যু

বরিশালে ব্যাটারী চালিত অটো রিকশা উল্টে আমেনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে অটো রিকশার ধাক্কায় রিকশা উল্টে ওই দুর্ঘটনা ঘটে।
রোববার সকাল ১০টার দিকে বরিশাল নগরের বান্দরোডস্থ প্লানেট ওয়াল্ড শিশু পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিক্সা উল্টে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি সিকদারপাড়ার ফরিদ সিকদারের স্ত্রী।
দুর্ঘটনার পর স্থানীয়রা আমেনা বেগমকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছার আগেই আমেনা বেগমের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম ওই তথ্য নিশ্চিত করেছেন। আমেনা বেগমের মরদেহ মর্গে রাখা হয়েছে।