বরিশালে অভিযানে ইয়াবাসহ আটক ৩

বরিশালে অভিযানে ইয়াবাসহ আটক ৩

বরিশাল নগরীর ফলপট্টির একটি আবাসিক হোটেল অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে জেলার গৌরনদীতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ ১০৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।   

রবিবার বিএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালী থানার একটি বিশেষ দল গত শনিবার গভীর রাতে নগরীর ফলপট্টির আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নম্বর কক্ষে অভিযান চালায়। এ সময় ১০০০ পিস ইয়াবা সহ পটুয়াখালীরর বাউফলের রাজাপুর গ্রামের মো. বাবুল (৪২) ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ভাতশালা গ্রামের সজল ঘরামীকে (৩২) আটক করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানা পুলিশ বাদী হয়ে আটক ২ জনের বিরুদ্ধে গতকাল রবিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ২ জনকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে বিএমপি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এদিকে জেলার গৌরনদী পৌর শহরের টরকীর চর এলাকায় শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে রায়হান হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে ১০৫ পিচ ইয়াবা সহ আটক করে। এ ঘটনায় গৌরনদী থানায় থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে রায়হানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন।