বরিশালে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজনে পালন

বরিশালে ৩দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২৩ জুন প্রথম প্রহরে নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আতশবাজী প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি ওয়ার্ডে দলের স্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে নগরীর ৩০টি ওয়ার্ডে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার কর্মসূচি শুরু করে মহানগর আওয়ামী লীগ। এছাগা বুধবার দিনভার নানা আয়োজনে পালন হয় ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী।
মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে নগরীর ৭২টি স্থান থেকে একযোগে আতশবাজ প্রদর্শন করা হয়। মধ্যরাতে কিছু সময়ের জন্য বরিশাল নগরীর আকাশ নানা রংয়ের আলোয় রঙিন হয়। আতশবাজীর শব্দে প্রকম্পিত হয়ে ওঠে নগরী। প্রায় ১৫মিটি ধরে চলে আতশবাজী উৎসব। শত শত আতশবাজী প্রদর্শন করে প্রতিষ্ঠা বার্ষিকীর মাহেন্দ্রক্ষণ উদযাপন করে মহানগর আওয়ামী লীগ।
রাত পৌনে ১টায় নগরীর ঈশ্বরবসু রোডের পাশে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি আফজালুল করিমসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে মেয়র সাদিক আবদুল্লাহ নগরীর ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধ করেন।
এদিকে বুধবার আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
বুধবার সকাল সোয়া ৬টায় নগরীর সদর রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এর পর জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা জানান। এরপরপরই পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মাইদুল ইসলাম। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগও পুষ্পার্ঘ্য অর্পন করে। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
অপরদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এর পক্ষে বঙ্গবন্ধু উদ্যানে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপিত জিন্নহসহ নেতা কর্মীর্রা বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া গতকাল বিকেলে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত করেছে করেছে আওয়ামী লীগ। নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগ সভাপতি তালুকদার মো. ইউনুসসহ অন্যান্যরা। সভায় গত ৭২ বছরে আওয়ামী লীগের অর্জন জনগণের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির দির্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।