বরিশালে আজ করোনা ওয়ার্ডে আরো ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা নেগেটিভ ছিলেন এবং একজরে করোনা পজেটিভ।
আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুইজনই করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোর সাড়ে পঁচটায় করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম (৫০) মারা যান। তাঁকে গত ২৮ জুন দুপুর ১২টায় হাসপাতালের করোনা আইসিইউতি ভর্তি করা হয়েছিল। তিনি করোনা পজেটিভ ছিলেন।
এদিকে একই সময় সুনিল কুমার (৫০) নামে আরো এক রোগী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনা নেগেটিভ ছিলেন। গত ৫ জুন তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসা শেষে আইসিইউতে গতকাল তিনি মারা যান।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শুকবার ভোর সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুইজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের করোনা পজেটিভ এবং অন্যজন করোনা নেগেটিভ ছিলেন। এই নিয়ে হাসপাতলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১০৯ জন রোগী মারা গেছেন। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়েছে ৩৮জন।