বরিশালে করোনার টিকা প্রদান কার্যক্রম পরিচালনায় প্রশিক্ষণ

বরিশালে করোনার টিকা প্রদান কার্যক্রম সফল করতে ৫৪ জন প্রশিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রথম দফায় ২৭ জন প্রশিক্ষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার সকাল ১০টায় বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডে জেলা স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষন কেন্দ্রের সভাকক্ষে শুরু হয় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম।
প্রথমদিন বরিশাল জেলার গৌরনদী, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের ২৫ জন কর্মকর্তা এবং জেলা পর্যায়ের ২ জনসহ মোট ২৭ জনকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
প্রশিক্ষণ পাচ্ছেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এম ও এম টি এইচএফপি এবং এমপিইপিআই। প্রথম দফায় দুই প্রশিক্ষণ শেষ হলে বাকী ৫ উপজেলার ২৭ জনের প্রশিক্ষণ শুরু হবে। এই প্রশিক্ষকরা উপজেলা পর্যায়ে টিকাদানের সঙ্গে সম্পৃক্তদের প্রশিক্ষণ দেবেন।
গত শুক্রবার বরিশাল জেলায় প্রথম চালানে ১৪ কার্টনে ১ লাখ ৬৮ হাজার এবং বরিশাল বিভাগে ৩ লাখ ৪৮ হাজার ডোজ টিকা পৌঁছেছে।