বরিশালে করোনা উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হামপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৫৫) মৃত্যু হয়। মৃত ব্যক্তি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়ার উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানাগেছে, ২৮ এপ্রিল এই ব্যক্তি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩ এ ভর্তি হন। সেখান থেকে ৩০ এপ্রিল তাকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হামপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানা যায়নি। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।