বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনজন রোগী মারা গেছে। এদের মধ্যে একজন করোনা পজেটিভ এবং বাকি দুইজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

আজ রোববার ২১ জুন ২টা ৩০ মিনিটে একজন, দুপুর ১টা ৩০ মিনিটে একজন অন্যজন গত শনিবার রাত ৯টা ২০ মিনিটে অন্যজন মারা যায়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার দুপুর আড়াইটায় বরিশাল মহানগরের বিমানবন্দর থানার চাঁদপাশা এলাকার মো. লুৎফর রহমান (৬০), করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২ জুন তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা নুমনা পরীক্ষা করা হলে পজেটিভ আসে।

এদিকে দুপুর ১টা ৩০ মিনিটের সময় আল মামুন (১৩) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গতকাল রোববার দিবাগত রাত ৩টায় হাসপাতলে ভর্তি হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার রাত ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিউলি বেগম (৪০)। গত গত শনিবার দুপুর সাড়ে ১২টায় তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, গত ২৪ ঘন্টায় সাহপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৩জন রোগী মারা গেছেন। এদের মধে একজনের আগেই পরীক্ষা করা হয়। তিনি পজেটিভ ছিলেন। অন্য দুইজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট আজ সোমবার পাওয়া যাবে।