বরিশালে করোনা রোগীদের জন্য বাসদের অত্যাধুনিক সেবা কার্যক্রম উদ্বোধন

বরিশালে করোনা রোগীদের জন্য বাসদের অত্যাধুনিক সেবা কার্যক্রম উদ্বোধন


বরিশালে প্রথমবারের মতো করোনা আক্রান্ত ব্যক্তিদের বাসায় গিয়ে অত্যাধুনিক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় নগরীর ফকির বাড়ি রোডের দলীয় কার্যালয়ে জেলা বাসদ আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনের সেবা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। মার্কিন যুক্তরাস্ট্রের জর্জিয়ায় বসবাসকারী বরিশালের কৃতি সন্তান ডা. মো. আনায়ারুল হক অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন সহায়তা দেন। 

এ সময় ডা. মনিষা বলেন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের অন্য কোন সরকারি-বেসরকারি হাসপাতালে এই কনসেন্ট্রেটর মেশিন নেই। বাসদের এই অক্সিজেন সেবা বরিশালের জনগণের উপকারে আসবে। 

অনুষ্ঠানে বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক শিক্ষক ফয়জুন নাহার শেলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেলী বলেন, তার ভাই জর্জিয়া প্রবাসী ডা. আনায়ারুল হক করোনাকালীন সময়ে চিকিৎসক বন্ধুদের সহযোগিতায় ৪টি মেশিন সংগ্রহ করেন। মানব সেবার জন্য ৪টি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন বাসদ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।