বরিশালে কুরবানি ঈদের পশু হাট পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

বরিশালে কুরবানি ঈদের পশু হাট পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম।
বৃহস্পতিবার ৭ জুলাই রাতে পুলিশ কমিশনার বিএমপি (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কুরবানি ঈদের পশু হাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জাল টাকার মেশিন চেক করা সহ পশুহাটের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কেউ কোন প্রকার হয়রানির শিকার হচ্ছে কি-না সেবিষয়ে
খোঁজ নেন এবং বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতামূলক মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার বিএমপি মোঃ ইব্রাহীম, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা বিএমপি মোঃ আজিমুল করিম সহ অন্যান্য অফিসারবৃন্দ।