বরিশালে খালের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিসিসি

বরিশালে খালের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিসিসি

বরিশালে সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মানের জন্য খাল দখল করে নির্মিত অবৈধ ১২টি স্থাপনা গুড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন।
 
বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন বিআইপি সড়কে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সড়কের পাশে খালের জমিতে নির্মিত চারতলা একটি ভবন সহ অন্যান্য পাকা ও টিনশেড স্থাপনা বুলড্রোজার দিয়ে গুডিয়ে দেয় সিটি করপোরেশন। একই সাথে খালের স্থান পুনরুদ্ধার করে সেখানে ড্রেন নির্মানের জন্য স্কেভেটর মেশিন দিয়ে মাটি খনন করা হয়। এদিকে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ওই এলাকায় মানববন্ধন করেন ভূক্তভোগি বাসিন্দারা। 

কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই সড়কের পাশে এক সময় শোভারানীর খাল নামে একটি প্রবাহমান খাল ছিলো। ধীরে ধীরে আস্ত খালটি গিলে খেয়েছে দখলদাররা। তারা ওই খাল ভরটা করে নির্মান করে বহুতল ভবন সহ নানা স্থাপনা। সাম্প্রতিক সময়ে জার্মানীর আর্থিক সহায়তায় কেএফডব্লিউ প্রকল্পের আওতায় বিআইপ সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মান করতে গিয়ে অবৈধ দখলদারদের কারনে সমস্যায় পড়ে সিটি করপোরেশন। এ কারনে গতকাল ওই সড়কের পাশে থাকা যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিটি করপোরেশন। তবে স্থানীয় জনগন স্বেচ্ছায় সব অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে বলে দাবী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদের। 

এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে ওই জমি নিজেদের রেকর্ডীয় দাবী করে ঘটনাস্থলে মানববন্ধন করে স্থাপনার মালিকরা। তবে এতেও শেষ রক্ষা হয়নি তাদের। সব বাঁধা অতিক্রম করে শোভারানীর খালের জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদ করে সিটি করপোরেশন।