বরিশালে চীন ফেরত শিক্ষার্থীকে নিয়ে করোনা ভাইরাসের গুজব

বরিশারে চীনের সাংহাই শহর থেকে ফেরত আসা মেডিকেলে পড়–য়া শিক্ষার্থী হেলাল সিকদারকে নিয়ে করোনা ভাইরাস ছড়ানোর গুজব তুলেছে এলাকাবাসী। তবে চিকিৎসকরা বলেছেন ওই শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত নয়। গুজব না ছড়াতের আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার সকালে একটি মেডিকেল টিম চীন থেকে আশা মেডিকেল শিক্ষর্থীর স্বাস্থ্য পরীক্ষা করে গুজব না ছড়াতে আহ্বান জানান।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর এলাকার উত্তর পালরদী মহল্লার নিজ বাড়িতে ফেরার পর এলাকাবাসীর মধ্যে করোনাভাইরাসের গুজব ছড়িয়ে পরেছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়িদ মুহাম্মদ আমরল্লাহ বলছেন, আতঙ্কের কোন কারণ নেই। চিন ফেরত ওই শিক্ষার্থীর মেডিকেল চেক আপ করা হয়েছে। তার মধ্যে কোন করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি।
সূত্রমতে, গৌরনদী পৌরসভার উত্তর পালরদী মহল্লায় সৌদী প্রবাসী জালাল সিকদারের পুত্র হেলাল সিকদার চীনের থংচি ইউনিভার্সিটির এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী। চীনে করোনাভাইরাসের আতঙ্ক দেখা দেয়ার পর গত ৩১ জানুয়ারি শ্রীলঙ্কা এয়ারলাইন্স এর একটি বিমানে শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন। শ্রীলঙ্কার এয়ারপোর্টে তার যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত ১ ফেব্রয়ারি হেলাল বাড়িতে ফিরে তার পরিবারের লোকজনদের অন্যত্র পাঠিয়ে দেন। গত রোববার রাতে বিষয়টি জানাজানির পর গ্রামবাসীর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের গুজব ছড়িয়ে পরে।
চীন ফেরত শিক্ষার্থী হেলাল জানিয়েছেন, গত ১ ফেব্রয়ারি তিনি চীন থেকে নিজ বাড়িতে আসেন। চীন থেকে ফেরার পথে তার স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা ও স্ক্যান করা হয়েছে। এতে তার শরীরে করোনাভাইরাসের কোন আলামত পাওয়া যায়নি। পরবর্তীতে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে পরিবারের সকল সদস্যদের থেকে ১৪দিন আলাদা থাকার ব্যবস্থা করেন। এক পর্যায়ে তার বাবা, মা, বোনসহ অন্যান্য সদস্যরা বাড়ি থেকে অন্যত্র চলে যান। বিষয়টি রোববার সন্ধ্যার পরে এলাকায় জানাজানি হলে করোনাভাইরাসের গুজব ছড়িয়ে পরে। যেহেতু তিনি চীন থেকে এসেছেন তাই চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নেওয়ার জন্য তিনি তার পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, বিষয়টি রোববার রাতে শোনার পরেই চিকিৎসকদের সাথে আলোচনা করে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তারা চীন ফেরত ওই ছাত্রের সাথে কথা বলে ও তার স্বাস্থ্য পরীক্ষার সকল কাগজপত্র এনে চিকিৎসকদের দেখিয়ে নিশ্চিত হয়েছেন হেলাল সিকদারের শরীরের করোনাভাইরাসের কোন আলামত নেই।