বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

বরিশালে নিম্নআয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে ৩ ধরনের পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। উপজেলা ও পৌরসভা পর্যায়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এবং সিটি করপোরেশন এলাকায় আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে টিসিবি ডিলাররা। 

রবিবার বেলা ১২টায় বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে ৩ দিন সরকারি ছুটির কারনে ব্যাংক বন্ধ থাকায় অধিকাংশ ডিলার পণ্য উত্তোলন করতে পারেননি। আগেভাগে যেসব ডিলার ব্যাংকে টাকা জমা দিয়েছেন তারাও পন্য নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছেছেন বেলা ১২টার পর। এ কারনে প্রখর রোদে দীর্ঘ অপেক্ষা করতে হয় কার্ডধারীদের। 

বরিশাল জেলার ১০ উপজেলা ও ৬টি পৌর এলাকার ১ লাখ ২৯ হাজার ৯শ’ ২১টি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে টিসিবি ডিলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন। রোজার আগে একবার এবং রোজার মধ্যে আরেকবার পণ্য কিনতে পারবেন তারা। এ লক্ষ্যে হতদরিদ্র পরিবারের হাতে ফ্যামিলি কার্ড ৬ পৗেছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এদিকে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আগের মতো ট্রাকে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। প্রতিদিন ১২ জন ডিলার নগরীর বিভিন্ন এলাকায় পণ্য বিক্রি করছেন। লাইনে দাঁড়িয়ে একই মূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল কিনছেন ক্রেতারা। বরিশাল নগরীতে বসবাসকারী হতদরিদ্রদের তালিকা না হওয়ায় তাদের কোন ফ্যামিলি কার্ড দেয়া হয়নি। তবে জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নগরীর ৯০ হাজার হতদরিদ্র পরিবার এবার ট্রাক সেলের আওতায় এই সুবিধা পাবেন বলে টিসিবি’র আঞ্চলিক কর্মকর্তা মো. আলআমিন জানিয়েছেন।  

কম মূল্যে টিসিবি’র নিত্য পণ্য পেয়ে খুশী নিম্ন আয়ের মানুষ। তবে দীর্ঘ লাইন হওয়ায় পণ্য পেতে প্রখর রোদে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। এ কারণে ডিলার সংখ্যা বাড়িয়ে দেয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তবে গ্রাহকের সুবিধার্থে পণ্যের পরিমাণ বাড়িয়ে দেয়ার দাবি করেছেন টিসিবি’র ডিলার আসাদুজ্জামান সিনহা। 

এদিকে বরিশালে টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোন মানুষ না খেয়ে মরবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবি’র মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে সরকার। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।