বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কৃষকদের সেচ নিশ্চিত করার দাবি

বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কৃষকদের সেচ নিশ্চিত করার দাবি

বরিশালে সাওতাল কৃষকদের আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া, সেচের পানি নিশ্চয়তা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় কৃষক সমিতি।

সোমবার  বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জাতীয় কৃষক সমিতির বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়াকার্স পার্টি বরিশাল জেলা সভাপতি কমরড নজরুল হক নিলু ও কৃষক নেতা অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিটি গ্রাম-গঞ্জে সরকারদলীয় জনপ্রতিনিধিরা তাদের নিজস্ব লোকদের সহযোগিতা করার কারণে প্রান্তিক কৃষক চাষিরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের উন্নয়নের জোয়ারে আজ কৃষক, চাষিরা পানির অভাবে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। তাই অবিলম্বে প্রতিটি কৃষকের সেচে পানি সরবরাহ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। একই সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে সিন্ডিকেটের সাথে জড়িদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তারা।