বরিশালে নরসুন্দরদের খাদ্য সহায়তা বিতরণ
বরিশালে নরসুন্দরদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল জিলা স্কুল মাঠে বসে এই খাদ্য সহায়তা বিতরণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে ২৫০জন নরসুন্দরকে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র গভর্নর আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন।
এদিকে মানবাধিকার কমিশন বরিশালে ইতিমধ্যে ১৩শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে এবং ঈদের আগে আরো ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বলে জানা গেছে।