বরিশালে নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন

বরিশালে নারী ও শিশুর প্রতি একের পর এক যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে এ মানববন্ধনের আয়োজন করে নারীপক্ষ ও বরিশাল মহিলা কল্যাণ সংস্থা। নারীকে যথার্থ সম্মান প্রদান ও দ্রুততার সাথে উপযুক্ত শাস্তির মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবী জানানো হয়।
‘যৌন আক্রমণ আর নয়’-এ শ্লোগানকে সামনে রেখে আজ বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এখানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের বরিশাল শাখার যুগ্ম সম্পাদক প্রতিমা সরকার, এস ইউ ভিও’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা, বিএসডিপির প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম, সহ অন্যরা। এ সময়ে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট এবং তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মসহ বিভিন্ন যুব সংগঠন থেকে আগত তরুণ-তরুণীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন নিয়ে একাত্মতা প্রকাশ করে।
এসময় বক্তারা বলেন, নারী ও শিশুর উপর সহিংসতা নতুন কোন বিষয় নয়। এর মোকাবেলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান রয়েছে। ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। যেন দেশে ধর্ষণ ও ধর্ষণ করে হত্যার মহোৎসব চলছে। নারী ও শিশুরা পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তির কাছেও নিরাপদ নয়।