বরিশালে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ

বরিশালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে ওই আয়োজন করে। লাল শাক, ডাটা শাক, গীমি কলমী, পুঁইশাক, বরবটি, সীম, চিচিগা, লাউ, করলা, ঢেড়শসহ মৌসুমী সবজীর বীজ তুলে দেওয়া হয় কৃষকদের হাতে।
আজ ৮ জুলাই বুধবার বেলা ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে ওই সবজির বীজ তুলে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
কৃষি বিভাগ জানায়, মৌসুমে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে সবজি বীজ বিতরণ এর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে লাল শাক, ডাটা শাক, গীমি কলমী, পুঁইশাক, বরবটি, সীম, চিচিগা, লাউ, করলা, ঢেড়শ ইত্যাদি সবজি বীজ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছ। যার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা সবজি উৎপাদন করে পুষ্টি চাহিদা পূরণে ভূমিকরা রাখতে পারবে। প্রত্যেক কৃষককে সবজি বীজ হিসেবে লাল শাক ২০ গ্রাম, ডাটা শাক ০৭ গ্রাম, গীমি কলমী ২৫ গ্রাম, পুঁইশাক ২৫ গ্রাম, বরবটি ২৫ গ্রাম, সীম ২৫ গ্রাম, চিচিগা ০৩ গ্রাম, লাউ ০২ গ্রাম, করলা ১.৫ গ্রাম, ঢেড়শ ২০ গ্রাম মোট ১ কেজি ৫৩.৫ গ্রাম বীজ দেওয়া হয়।
বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদসহ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ৩২০ জন কৃষকদের মাঝে বীজ, সার, বেড়া তৈরি, পরিচর্যা ও সাইনবোর্ড সরবরাহ বাবদ প্রত্যেক কৃষককে জৈব ও অজৈব সার বাবদ ৪৩৫ টাকা, বেড়া তৈরি বাবদ ১ হাজার টাকা এবং পরিচর্যা বাবদ ৫০০ টাকা সর্বমোট ১ হাজার ৯৩৫ টাকা কৃষকের ব্যাংক হিসাবে/মোবাইল ব্যাংক হিসাবে প্রদান করা হবে। মৌসুমী সবজী চাষের জন্য ৩২০ জন কৃষককে মোট ৬ লক্ষ ১৯ হাজার ২০০ টাকা দেওয়া হবে।