বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে জয়বাংলা উৎসব ১২ মে

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে জয়বাংলা উৎসব ১২ মে

বরিশালে আগামী ১২ মে অনুষ্ঠিত হচ্ছে জয়বাংলা উৎসব। ওইদিন সন্ধ্যা ৬টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বেসরকারী বিনিয়োগ বিষয়ক উপদেস্টা বিশিস্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। 

জেলা চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক মাঈনউদ্দিন আবদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। 

বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, জাতীয় সংসদে সম্প্রতি জয়বাংলা শ্লোগান পাশ হয়েছে। এই অর্জন স্মরনীয় করে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরিশালে জয়বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে। সংক্ষিপ্ত আলোচনা ছাড়াও উৎসবে বর্নাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা রয়েছে বলে জানান তিনি।