বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

বরিশালে কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়ন এবং প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়েস বাংলাদেশ বরিশাল জেলা কমিটির আয়োজনে ও উন্নয়ন মূলক সংস্থা প্লান-ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্লান ইন্টারন্যাশনাল বরিশাল জেলা কো-অডিনেটর মো. জিয়া হাওলাদারের সঞ্চলনায় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মামুদ, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, ইউনেসেফ প্রতিনিধি জামাল হোসাইন, প্লান ইন্টারন্যাশনাল কো-অডিনেটর দিপালী মালাকার, রিতা সাহা, বেবি সরকার প্রমুখ।