বরিশালে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

বরিশালেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও স্বাস্থ্য সচেতন নয় সাধারণ জনগণ। মাস্ক ছাড়াই অনেকে রাস্তায় বের হচ্ছেন। দিচ্ছেন নানা অজুহাত। করোনা সংক্রামণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার থেকে সচেতনতামূলক প্রচারণা চালানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। সুস্থ্য থাকতে নিজের প্রয়োজনেই স্বাস্থ্যবিধি মানতে হবে বলছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বরিশাল জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানিয়েছে, গত রোববার বরিশাল জেলায় নতুন করে ৭জনের করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশাল নগরীতে ৬জন এবং সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ১জন। এর আগে ৭ মার্চ করোনা সনাক্তের সংখ্যা শূন্যের কোটায় নেমে এসেছিলো।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল সোমবার ভর্তি ছিলো ১৫জন রোগী। এর মধ্যে ৫জনের করোনা পজেটিভ। কিন্তু তারপরও স্বাস্থ্য সচেতন নয় জনসাধারণ। তারা খুব একটা মানছে না স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াই রাস্তায় বের হচ্ছেন অনেকে। দিচ্ছেন নানা অজুহাত।
সারা দেশের মতো বরিশালেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ায় আজ মঙ্গলবার থেকে সচেতনতা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। মন্ত্রী পরিষদ থেকেও এ বিষয়ে গুরুত্ব দেয়ার নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
জনগণকে স্বাস্থ্য সচেতন করতে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার কথা বলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
সুস্থ্যভাবে বাঁচতে হলে সরকারি স্বাস্থ্য বিধি মানা আবশ্যক বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।