বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচারণা

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচারণা

৪ ফেব্রুয়ারি বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে বরিশালে প্রচারণা শুরু হয়েছে। ১০ দফা দাবিতে দেশের সব বিভাগীয় শহরে এই সমাবেশ আহ্বান করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর হাসপাতাল ল কলেজ প্রাঙ্গন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ।

এ সময় বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক সোলাইমান, যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রুবেল ও রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্যরা।

বিএনপি নেতৃবৃন্দ প্রথম দিন হাসপাতাল রোড, জেলখানা মোড়, কালীবাড়ি হয়ে সদর রোড হয়ে বিএনপি কার্যালয় পর্যন্ত ব্যবসায়ী, পথচারী ও দর্শনার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।