বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি

বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু ও কেএম শহিদুল্লাহ সহিদ এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম সহ অন্যান্যরা।
বক্তারা সারা দেশে দলীয় নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলাল আহ্বান জানান।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল দলীয় কার্যালয় চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।
বিএনপি’র বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে সদর রোড সহ আশপাশে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।