বরিশালে বিয়ের প্রলোভনে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ

বরিশালে বিয়ের প্রলোভনে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ

বরিশালে প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কিশোরী মাদরাসা ছাত্রীকে (১৭)কে ঢাকায় নিয়ে আটদিন আটকে রেখে ধর্ষণ করে ইমরান হাওলাদার নামে এক ব্যক্তি। ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ পুলিশ ইমরান হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করেছে।

বুধবার সকালে এজাহারের বরাত দিয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে উপজেলার ডুমুরিয়া গ্রামের শাহে আলম হাওলাদারের পুত্র রাজমিস্ত্রি ইমরান হাওলাদারের সঙ্গে পাশ্ববর্তী গ্রামের ওই মাদরাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে ইমরান হাওলাদার গত ২১ মে ওই মাদরাসা ছাত্রীকে ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকার একটি বাসায় নিয়ে যায়।

সেখানে আটদিন আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে ইমরান। এরপর গত ২৯ মে ওই ছাত্রীকে উপজেলার সমরসিংহ গ্রামের তার এক নিকট আত্মীয়র বাড়িতে রেখে ইমরান পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রী বাদি হয়ে ইমরান হাওলাদারকে আসাসী করে একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ইমরান হাওলাদারকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে ইমরানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।