বরিশালে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া-মোনাজাত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বরিশালে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। সংগঠনের মহানগর ও জেলা শাখার উদ্যোগে
রোববার দুপুর ১২টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া-মোনাজাতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
জেলা শ্রমিক দলের সহসভাপতি আব্দুল হক ফরাজী সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া। এছাড়া সভায় শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এমজি ফারুক এবং মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।