বরিশালে ভরপুর লিচুর বাজার

মধুমাস জৈষ্ঠে বরিশালে বাজারগুলোতে লিচুর বাজার জমজমাট। তীব্র গরমে এ রসালো ফল লিচুর চাহিদা সবসময়ই আছে। এ বছরও লিচুর চাহিদা রয়েছে অনেক। যদীও বৈশাখ মাসেই লিচু আসতে শুরু করেছে বরিশালে। এদিকে ঘূণিঝড় ‘ইয়াস’ এর প্রভাব থেকে রেহাই পেতে আগাম অনেকে লিচু বিক্রি করে দিয়েছে পাইকারের কাছে। ফলে লিচুর বাজাগুলোতে ভরপুর লিচু পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ মে) বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রুপাতলী বাসষ্টান্ড, নতুন বাজার মোড়, সদর রোড, ফলপট্টিতে লিচু বিক্রি করতে দেখা যায়। বরিশাল লঞ্চঘাটের সম্মুখ সবচেয়ে বেশি লিচুর বাজার জমজমাট দেখা যায়।
লঞ্চঘাটের বিক্রেতা পারভেজ সিকদার ভোরের আলোকে বলেন, চলতি বছরে লিচুর ফলন ভালো হয়নি বৃষ্টি না হওয়ায়। তাই দামও একটু বেশি। তবে কয়েক দিন ধরে বাজারে লিচুর পরিমান বেশি। ঘূনিঝড় ‘ইয়াস’ এর কারণে অনেক লিচু আগে বিক্রি করে দিয়েছে।
পোটরাডের ব্যবসায়ী সুমন তালুকদার ভোরের আলোকে বলেন, আজ বরিশালে সাইজ অনুসারে লিচুরশত সর্বোচ্চ দাম ৩৫০ টাকা। তবে সাইজভেদে শত হিসাবে ২৪০- ৩৫০ টাকায় বিক্রি হয়।
সুমন আরও বলেন, বরিশাল বাজারে ঈশ্বরদীর বোম্বাই লিচু, রাজশাহীর চায়না থ্রি লিচুসহ দেশের বিভিন্ন অঞ্চলের লিচু পাওয়া যায়।
বরিশাল লঞ্চ ঘাটে লিচুর ক্রয়কারী সালমান রহমান বলেন, বাজারে ভরপুর লিচু দেখে দাম যা হোক কেনার আগ্রহ আর সামলাতে পারলাম না।
এদিকে, চলতি বছরে দেখা যায় অনলাইনের মাধ্যমেও লিচু বেচা-কেনা হচ্ছে।