বরিশালে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

বরিশালে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন


বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

বুধবার  ১০ নভেম্বর বিকাল ৫ টায়  বরিশাল জেলা প্রশাসন ও বিসিক কর্তৃপক্ষ আয়োজন করেছে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা নগরীর কাউনিয়া বিসিক বর্ধিত অংশের মাঠে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২১ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

 উদ্বোধন অনুষ্ঠানে প্রশান্ত কুমার দাস সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুব্রত কুমার দাস, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বিসিক মালিক সমিতির সহ-সভাপতি সাহাবুদ্দিন খান, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম খান ও ফরচুন সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমানুর রহমানসহ  বিসিক শিল্প নগরীর বিভিন্ন কলকারখানা মালিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় স্টল ৭৫টি স্টল স্থান পেয়েছে ,মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।